নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ কৃষক নিহত হয়েছেন। জমিজমাসংক্রান্ত বিরোধে দেশটির মধ্যাঞ্চলের একটি মসজিদে নামাজ পড়ার সময় বন্দুকধারীদের হামলায় ২০ কৃষক নিহত হন।
নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র সোমবার (১৫ মে) এ কথা জানিয়েছেন। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র বালা ইলকানা বলেন, হামলাকারীরা শনিবার সকালে ইটোগি গ্রামের একটি মসজিদের মধ্যে প্রকাশ্যে গুলি চালায়। এই ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২০ পিএম, ১৬ মে ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur