Feb 18, 2015 @ 16 : 42
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বার বার এক কিশোরীকে কু প্রস্তাব দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই যুবতী ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায়। মাসুদের বাড়ি জামালপুর জেলা সদরের নারায়নপুর গ্রামে। সে এ উপজেলার ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরীতে স্টোরকিপার পদে কর্মরত বলে জানা গেছে।
জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে সোহাগপাড়া এলাকায় বসবাসরত গাইবান্ধা জেলার কাকলী (ছদ্মনাম) কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে কাকলী কৌশলে মাসুদ রানাকে ধেরুয়া এলাকার নিরিবিলি হোটেলে আসতে বলে। কথামত সে ওইখানে আসে। পরে মাসুদ ওই যুবতীর সঙ্গে শারিরীক সম্পর্ক করার চেষ্টা করলে যুবতী ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় মাসুদকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপার কুমুদিনী হাসপাতালে সার্জারী বিভাগের দায়িত্বপালনকারী ডাক্তার মোস্তাকিম বলেন, যুবকের পুরুষাঙ্গ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। তবে পুরুষাঙ্গ হারালেও অপারেশনের পর যুবকের অবস্থা কিছুটা শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন ডাক্তার মোস্তাকিম।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur