Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / কুমিল্লা ভিক্টোরিয়ার নতুন অধ্যক্ষ মতলবের কৃতি সন্তান ড.আবু জাফর
কুমিল্লা
ড.আবু জাফর খান

কুমিল্লা ভিক্টোরিয়ার নতুন অধ্যক্ষ মতলবের কৃতি সন্তান ড.আবু জাফর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান ড.আবু জাফর খান।

গত ৮ আগস্ট রোববার শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে মাউশী কলেজ শাখা।

সূত্র মতে, ১৯৬৬ সালের ৩১ অক্টোর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড ঠাকুরচর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সিদ্দিকুর রহমান খান। ছাত্রজীবন থেকে তিনি মেধাবী ছিলেন।

তিনি চাঁদপুরের মতলবের ঐতিহ্যবাহী ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে মাধ্যমিক (এসএসসি)তে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ ও ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চাঁদপুরের মতলবের ছেংগারচর ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে ১৯৮৬ সালে প্রথম শ্রেণীতে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে গণিত বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।

ড.আবু জাফর খান ১১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরীতে (শিক্ষকতায়) যোগদান করেন। ২০১১ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালের ১লা এপ্রিল একাদশ বিসিএস এর মাধ্যমে চট্রগ্রামের হাজ্বী,এ.বি,ডিগ্রি কলেজে প্রথম যোগদান করেন। ওই বছরই তিনি ২৯ নভেম্বর চাঁদপুর সরকারি কলেজে যোগদান করেন।

২০০১ সালের ৪ জানুয়ারি চাঁদপুর সরকারি কলেজ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদান করেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা সরকারি কলেজের গণিত বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।

২০১৮ সালের ২৯ নভেম্বর পদায়ান পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদ খালি থাকায় কয়েকমাস ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

ড.আবু জাফর খান চাঁদপুর টাইমসকে বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে পারা অত্যন্ত গৌরবের। আমি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে কলেজের স্বার্থে কাজ করে যাবো।

ড.আবু জাফর খান ২০১১ সালে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি গণিতের একাধিক বিষয়ের বই সম্পদনা ও প্রকাশনা করেছেন।

ড.আবু জাফর খান শুধু শিক্ষা ও মেধাই সেরা নয়,তিনি নম্রতা ,ভদ্রতা,সদালাপি, সর্বদা হাসোজ্জল গুনবান চরিত্রের অধিকারী। এ আলোকিত মানুষটি এলাকায় আসলে আবাল বৃদ্ধবনিতা সবাই তার কাছে ছুটে আসেন।

ব্যক্তিজীবনে তিনি ২ সন্তানের জনক। তার প্রথম সন্তান আলী আশ্রাফ খান আই,ইউ,টি প্রকৌশল বিষয়ে চতুর্থ বর্ষের ছাত্র। দ্বিতীয় সন্তান ফারজানা আফরিন খান ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।

তিনি আলাদাভাবে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, কুমিল্লা সদর (৬) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন খান বাহার ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল এদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি কলেজের সামগ্রিক কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ দায়িত্ব পালনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

তিনি ট্রেনিং উদ্দেশ্যে ভারত,পাকিস্থান,ভুটান, নেপাল,মালদ্বীপ, তুরস্ক, সৌদিআরব, কাতার,সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালেশিয়া,হংকং এবং চীন ভ্রমন করেছেন। এবং ২০১৪ সালে তিনি পবিত্র হজ পালন করেছেন।

এদিকে চাঁদপুরের কৃতি সন্তান মতলবের গর্ব ও অহংকার ড.আবু জাফর খান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় মতলবের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষাবিদ,শিক্ষকমন্ডলী,সুধিসমাজ ও তার জন্মভূমি উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচরে আনন্দের বন্যা বইছে। সবাই দেশ বরেন্য এ গৌরবান্বিত এ মেধাবী শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।

নিজস্ব প্রতিবেদক