Home / সারাদেশ / কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন
কুমিল্লা সেনানিবাসে
কুমিল্লা সেনানিবাসে ক্ষণগণনা অনুষ্ঠান উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন

কুমিল্লা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জাতির জনকের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উদযাপন উপলক্ষে ক্ষণগণনা অনুষ্ঠান এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ময়নামতি সেনানিবাসের এম আর আই চৌধুরী গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠনের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এই ক্ষণগণনা কর্মসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে কুমিল্লা সেনানিবাসেও পায়রা ও রঙ্গিণ বেলুন উড়িয়ে ক্ষণগণনা অনুষ্ঠান উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধূরী এসবিপি, এনডিসি, পিএসসি।

এসময় কুমিল্লা সেনানিবাসে-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্তরের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১০ জানুয়ারি ২০২০