Home / শীর্ষ সংবাদ / কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ
comilla board

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ

সারাদেশের সাথে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার এক হাজার ৭৫৫টি বিদ্যালয়ের ২ লাখ ১৯ হাজার ৭০৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী এক লখ ১৯ হাজার ৭১২ জন। এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল ভাল হয়েছে। গতবারের পাশের হার ছিল হার ৮৫ দশমিক ২২ শতাংশ।জিপিএ-৫ পেয়েছিলো ১০ হাজার ২৪৫ জন।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ৩০ ডিসেম্বর ২০২১