Home / সারাদেশ / কুমিল্লা ভিক্টোরিয়ানসের কনসার্টে আসিফ মমতাজ মিলা ফুয়াদ
কুমিল্লা ভিক্টোরিয়ানসের কনসার্টে আসিফ মমতাজ মিলা ফুয়াদ

কুমিল্লা ভিক্টোরিয়ানসের কনসার্টে আসিফ মমতাজ মিলা ফুয়াদ

শনিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ানসের মেগা কনসার্টে মাতিয়ে গেলেন আসিফ, মমতাজ, মিলা, ফুয়াদ এ প্রজন্মের এ চার জনপ্রিয় কণ্ঠশিল্পী।

বিপিএল এ অংশগ্রহণকারী দল কুমিল্লঅ ভিক্টোরয়ানসের প্রচারণা ও খেলোয়াড়দের পরিচিত করতে এ কনসার্টের আয়োজন করা হয়।
আয়োজিত মেগা কনসার্ট অনুষ্ঠানের আলোচনায় বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান উপদেষ্টা আ.হ.ম. মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল এম.পি।

লোটাস কামাল বলেন কুমিল্লঅ ভিক্টোরিয়ানসের হাত ধরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রিকেটকে আমরা আরও উচুতে নিয়ে যাবো। তিনি দলমত নির্বিশেষে সকলকে কুমিল্লাা ভিক্টোরিয়ানস এর পাশে থাকার আহবান জানান। আগামীতে কুমিল্লায় দু’টি ছোট ও একটি আর্ন্তাজাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করারও ঘোষণা দেন মন্ত্রী।

শনিবার সন্ধায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে “কুমিল্লঅ ভিক্টোরিয়ানস” আয়োজিত মেগা কনসার্ট অনুষ্ঠানের আলোচনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ানস এর চেয়ারপার্সন নাফিসা কামাল, দলের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ।

আলোচনাসভা শেষে জমকালো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, মমতাজ-এম.পি এবং মিলা ও ফুয়াদ। এসময় হাজারো দর্শক নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এ কনসার্ট। বিকাল থেকে অনুষ্ঠান শুরুর কথা থাকলেও দুপুর থেকেই ক্রিকেট ও কনসার্টপ্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কুমিল্লা টাউনহল মাঠ।

অনুষ্ঠানে দলের সকল খেলোয়াড়কে পরিচয় করে দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কুমিল্লা করেসপন্ডেন্ট ।। ।। ১১:৫৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৫, শনিবার
ডিএইচ