পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার লক্ষ্যে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যেগে বুধবার নগরীর কান্দিরপাড় ওয়াইডব্লিউ সিএ স্কুলের সামনে থেকে শুরু করে এ অভিযান চলে নগরীর তেলীকোনা চৌমুহনী পর্যন্ত। সিটি কর্পোরেশনের কর্মচারীরা এ কার্যক্রম পরিচালনা করেন।
এ কাজে সার্বিক সহযোগিতা করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসময় অবৈধভাবে পার্কি করা মোটর সাইকেলসহ ফুটপাতের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
রাস্তায় জনগনের চলাচল নির্বিগ্ন করতে অভিযান করে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড, সফিকুল ইসলাম। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ড. সফিকুল ইসলাম ।
তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে ফুটপাত দখলমুক্ত ও ক্লিন কুমিল্লা গড়া সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে।
এসময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদিসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩ নভেম্বর ২০২২