কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার আশ্রাফপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিলসহ দুব জন মাদক কারবারি গ্রেফতার।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ আগস্ট রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো ১।
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চিংড়াখালী গ্রামের মোঃ তৈয়ুব আলী বিশ্বাস এর ছেলে মো রনি বিশ্বাস (৩০) এবং ২। একই থানার উত্তর কচুবুনিয়া গ্রামের মোঃ কাদের খান এর ছেলে মোঃ রাতুল খান(২৫)।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পনী কমান্ডার মেজর সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ আগস্ট ২০২২