কুমিল্লা : কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৪ আফ্রিকান নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, আজ শুক্রবার ভোর রাতে কুমিল্লা বিবির বাজার বিওপির গোলাবাড়ী এলাকায় দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, একজন নারী। এরা হলো আফ্রিকা মহাদেশের কঙ্গোর থমাস ওকো, কিংডম অফ লেসিথোর আবদু নাসারা, গিণি’র হামিদু সামারা ও ক্যামেরুনের এমমিরা জুফাং। তাদের প্রত্যেকের কাছে ভারতীয় মেয়াদোত্তীর্ণ ভিসা পাওয়া গেলেও বাংলাদেশে প্রবেশের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।
সকালে তাদেরকে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ওসি মোঃ আবদুর রব।
ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা
||আপডেট: ০৩:৪৩ পিএম, ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur