কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের বাঁশ শিল্প ব্যবসায়ী নুরুল ইসলামকে (৬৩) খুন করেছে দুর্বৃত্তরা।
১২ এপ্রিল রোববার সকালে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ।
নিহত নুরুল ইসলামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ধেররা গ্রামে। সে ধেররা গ্রামের হাজী বাড়ির মৃত আলী আকবরের ছেলে।
তার স্ত্রী সৈয়দুন্নেছা বলেন, আমার স্বামীর কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার স্বামীকে খুন করে রেখে যায়। রবিবার ভোরে মুদাফফরগঞ্জ বাজার থেকে এক চিকিৎসক ফোন করে বলে আমার স্বামীকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আমার ছেলেও এলাকার লোকজন গিয়েছে।
তার ছেলে ইসমাইল ও ইউসুফ ঘটনাস্থল থেকে জানান, বাবার গলা কাটা ও চোখ দুটো খোঁচানো অবস্থায় নিথর দেহ পড়ে আছে। বাবার খুনিদের শীঘ্রই সনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সন্তানরা।
জানা গেছে, মুদাফফরগঞ্জ বাজারে প্রায় এক যুগ ধরে নুরুল ইসলাম বাঁশ শিল্পের ব্যবসা করে আসছেন। তিনি দুই সপ্তাহ পর পর বাড়িতে আসতেন। তার পরিবারের ৫ ছেলে এবং দুই কন্যা সন্তান রয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা নুরুল ইসলামকে খুন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু,১২ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur