Home / সারাদেশ / কুমিল্লায় রেজিস্ট্রেশনবিহীন ৪২টি সিএনজি চালিত অটোরিকশা আটক
রেজিস্ট্রেশনবিহীন

কুমিল্লায় রেজিস্ট্রেশনবিহীন ৪২টি সিএনজি চালিত অটোরিকশা আটক

কুমিল্লায় রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

জেলার দেবিদ্বার এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর চলা এই অভিযানে ৪২টি সিএনজি চালিত অটোরিকশার আটক করা হয়।

পরে এগুলো দুই উপজেলার ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।

মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় রেজিস্ট্রেশন বিহীনভাবে চলাচল করছিলো এসব সিএনজি চালিত অটোরিকশা। মঙ্গলবার দিনভর অভিযানে আটক করা ৪২টি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে। রেজিস্ট্রেশন না করা পর্যন্ত এসব সিএনজি চালিত অটোরিকশা ফেরত পাবেন না মালিকরা। তবে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে এগুলো ফেরত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ ফেব্রুয়ারি ২০২১