Home / সারাদেশ / কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি| আপডেট: ১১:০৬ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৫, শনিবার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত হয়েছে।

শনিবার কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার সীমান্তবর্তী সদর দক্ষিণ উপজেলার ফায়েজগঞ্জ এলাকায় এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েদা পুলিশের সাব-ইন্সপেক্টর আদিল মাহমুদ জানান, কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কে একদল ডাকাত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলার ফায়েজগঞ্জ এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাত দল। এসময় পুলিশর পাল্টা গুলি চালায়। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দিকে শুরুহয়ে প্রায় আধাঘন্টা ব্যাপি চলে এ পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ।

এতে আব্দুল কাদের (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন সৌরভ (২০) নেয়ামত উল¬াহ (৩৪) এবং জাহাঙ্গীর আলম (৩০)। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, হতাহতদের সবার বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলায়।

পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকযুদ্ধে ব্যাবহৃত একটি বিদেশী শর্টগান, ৩টি দেশী এলজি, ৫রাউন্ড গুলি, ৩টি ছোড়া ও ডাকাতির কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস উদ্বার করে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ডিআইওয়ান মাহাবুবুর রহমান মোবাইল ফোনে এক এসএমএস বার্তা এ তথ্য জানান।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫