কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু ঘটেছে। ১১ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চান্দিনা থানা রোডের ভাড়া বাসায় মৃত্যু হয় সাংবাদিক গোলাম মোস্তফার।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বাধীন একদল স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার বিকেলে গোলাম মোস্তফার দাফন সম্পন্ন করে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) গাজী মাহমুদুল হাসান জানান- সাংবাদিক গোলাম মোস্তফার মধ্যে করোনার সকল উপসর্গ ছিল। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিম এর ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,১১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur