Home / সারাদেশ / কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু
মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু

কুমিল্লায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ রোববার এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ২৫৮ জনের মৃত্যু হলো। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

২০ ডিসেম্বর রোববার মারা যাওয়া দুজন হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ৭৮ বছরের এক পুরুষ ও দেবীদ্বার উপজেলার ৬২ বছরের এক নারী। কুমিল্লা জেলায় ৭ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়, ১১ এপ্রিল করোনায় প্রথম এক ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় আজ রোববার দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে আদর্শ সদর উপজেলার একজন ও দেবীদ্বার উপজেলার একজন আছেন। রোববার করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৭৮ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৬ জন।

জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, এই শীতে করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

করেসপন্ডেট,২০ ডিসেম্বর ২০২০