Home / সারাদেশ / কুমিল্লায় করোনার ঝুঁকি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা
কুমিল্লায় করোনার ঝুঁকি

কুমিল্লায় করোনার ঝুঁকি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা

কুমিল্লায় করোনা সংক্রমন রোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে চলাচলকারী গনপরিবহনে শারীরিক দূরত্ব মেনে চলা ও সংক্রমন রোধে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পর্যবেক্ষন ও লিফলেট বিতরন করেছে হাইওয়ে পুলিশ।

সকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কুমিল্লা অংশে গনপরিবহনে করোনা সংক্রমন ঝুঁকি প্রতিরোধে পুলিশী পর্যবেক্ষন ব্যবস্থা জোরদার ও লিফলেট বিতরন করেন লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপুসহ অন্যান্যরা।

জিয়াউল চৌধুরী টিপু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করছে। এর মধ্যে বেশির ভাগই যাত্রীবাহী গনপরিবহন। তাই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী ও চালকরা যথাযথভাবে মাস্ক ও জীবানুনাশক ব্যবহার করছে কি না সে বিষয়গুলো পর্যবেক্ষন করছে হাইওয়ে পুলিশ। এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়ে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের শারীরিক দূরত্ব মেনে চলা ও পরিবহনে জীবাননুনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছে পুলিশ।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,০৭ জুন ২০২০