Home / সারাদেশ / সহিংসতার মধ্য দিয়ে কুমিল্লার ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত
Hamla

সহিংসতার মধ্য দিয়ে কুমিল্লার ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

টান টান উত্তেজনা আর সহিংসতার মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।সোমবার সকাল সাড়ে ৮টা থেকেই গোলাগুলি, কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের (ইউপি) নির্বাচন শুরু হয়।

দুটি ইউনিয়নের ১৮ ভোট কেন্দ্রের মধ্যে জশপুর কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, শুভপুর ও জংগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কক্টেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা।

এই কেন্দ্রটিতে দৃর্বিত্তরা ৮টি ককটেলের বিষ্পোরণ ঘটায়৷ ১৫মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল৷ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১৫মিনিটের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়৷ ভোট গ্রহণের সময় বিশৃংখলার দায়ে ১জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে ৫ জন আহত হয়েছেন। আহতের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিতে আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ বলেন,‘কেন্দ্রে যাওয়ার সময় মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর গুলি চালালে তার ছেলেসহ ৫ জন গুলিবিদ্ধ এবং ৭ জন আহত হয়েছে। ’

যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নং বুথের সব ভোটারকে বেলা ৯টার আগেই কেন্দ্র থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলে ভোটারা জানান।

অন্যদিকে অভিযোগ উঠেছে উত্তর ইউনিয়নের জংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখলে বাঁধা দেওয়ায় ককটেল ফাটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চেষ্টা করেছে একটি দল।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাকির হোসেন বলেন,‘কয়েক জন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীর নেতাকর্মীরা কেন্দ্র দখলের জন্য ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

যশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিজয় কুমার দাস,গলিয়ারা (দক্ষিণ) বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো:মিজানুর রহমান জানান, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১৯২৷ ভোটার উপস্থিতি আশানূরূপ৷ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে৷

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘এখন পর্যন্ত কোথাও অনিয়মের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

দুটি ইউনিয়নে ১২জন চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার প্রার্থী ১০৫ জন৷ গলিয়ারা উত্তর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৭ জন প্রার্থী অংশ গ্রহণ করছে৷ দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১০০০৷

প্রসঙ্গত কুমিল্লা জেলায় ৩টি ইউনিয়ন পরিষদে ভোট প্রহণ হওয়ার কথা থাকলেও দুইটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হচ্ছে৷ কুমল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের উপনির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মহিউদ্দিন মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার স্বতন্ত্র প্রার্থী আবু জাবেদ চৌধুরী জুয়েল ও একে আজাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন৷

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল