কুমিল্লা সিটি কর্পোরেশনসহ জেলায় ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।
১৮ জুন রোববার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্ধোধন করেন সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এসময় সিটির প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, মন্জুরুল কাদের মনি, সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নগরীর ২৭ টি ওয়ার্ডে ৯৮টি ও বাস স্ট্যান্ড রেল ষ্টেশনসহ জনবহুল আরো ৭টি কেন্দ্রসহ ১০৫টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ১৯১শিশু। এছাড়া জেলার বিভন্ন উপজেলায় চলতে এ কাযক্রম।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৮ জুন ২০২৩