Home / সারাদেশ / কুমিল্লায় বাবা হত্যায় তিন ছেলের মৃত্যুদণ্ড
হত্যায়

কুমিল্লায় বাবা হত্যায় তিন ছেলের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছের আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থ দণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দি এলাকার আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। তারা পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, নিহত আব্দুল করিম তিনটি বিয়ে করেন। আসামিরা তিনজনই তার প্রথম সংসারের ছেলে। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ২০১৩ সালের ২৬ আগস্ট উপজেলার কান্দি এলাকায় বাবা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করেন ছেলেরা। এ ঘটনায় নিহতের তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে তিন ছেলেসহ মোট আটজনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকি চারজনকে খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে ২০১৯ সালের ১৫ জুলাই আসামি মো. ফারুক কারাগারের ভেতর খুন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। ফারুক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অহিদ উল্লাহর ছেলে।

কুমিল্লা প্রতিনিধি, ১১ জুলাই ২০২৩