কুমিল্লার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। ৮ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) সালাম মিয়ার মেয়ে এবং শিশু সাদিয়া আক্তার (৭) সালাম মিয়ার ভাই কাউসার মিয়ার মেয়ে।
এরা গ্রামের আলম মেম্বারের বাড়িতে সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে গিয়ে মারা যায়।এক পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের স্বজনরা জানায়, দুপুরে গোসল করতে গিয়ে ফিরতে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে স্বজনরা দেখতে পায় পুকুর ঘাটে শিশুদের জুতা পড়ে আছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।
মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্রধর ঘটনার সততা নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur