কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে ২দিনে ২৭ নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার ও বাখরাবাদ এলাকায় পাগলা কুকুর মানুষকে কামড়ে আহত করে ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ২৭ জন ব্যক্তিকে কয়েকটি কুকুর কামড়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত হন রামচন্দ্রপুর বাজার এলাকার রাত্রি (৫), হেলাল (১৬), মহসিন মিয়া (৪০), বাখরাবাদ গ্রামের আমেনা খাতুন( ৫), সুনীল (৪০), টিটন সাহা ৪০, তাপশ পালের ছেলে শিবা, পাঁচকিত্তা বাজারের রঞ্জিত চন্দ্র দাস (৪০) ও দক্ষিন বাখরাবাদ এলাকার বক্তশিল(৪০)সহ ২৭ জন।
এরই মধ্যে গ্রামবাসী বৃহস্পতিবার দুপুরে ২টি কুকুরকে হত্যাও করেছে।
রামচন্দ্রপুর বাজার ও আশেপাশ এলাকার পাগলা কুকুরগুলো শিগগির নিধন করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।
যারা কুকুরের কামড়ে আহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোক হতদরিদ্র হওয়ায় পয়সার অভাবে উন্নত চিকিৎসা করতে পারবে না বলেও জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।
এদিকে আহত লোকদের সময়মত সঠিক চিকিৎসা না দেয়া হলে জলাতঙ্ক রোগ হওয়ার আশংকায় চিন্তিত তাদের স্বজনরা।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, ৫ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur