চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ জনকে আটক করা হয়েছে।
৪ মার্চ বৃহস্পতিবার রাতে মতলব পৌরসভা এলাকার নিউ হোস্টেল মাঠ, কাজলী সিনেমা হলের মোড়, মতলব সেতুসহ বিভিন্ন স্পটে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ জনকে আটক করে পুলিশ।
আটক হওয়া কিশোরদের মধ্যে অধিকাংশই স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্র। পরে আটককৃত কিশোরদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডেকে আনা হয় এবং কিশোরদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকদের নিকট ছেড়ে দেওয়া হয়।
এ মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক এ সাড়াশি অভিযান চালানো হচ্ছে। সন্ধ্যার পর ছেলেরা কোথায় থাকে, কি করছে এই সমস্ত বিষয়ে কিশোরদের মা-বাবাকে খোঁজখবর নিতে বলা হয়েছে।করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে উঠতি বয়সী ছেলেরা আড্ডায় পড়ে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়েপড়েছে। তাই শিশু ও কিশোরদেরকে অপরাধ থেকে বাঁচানোর জন্য এ অভিযান চালানো হয়।এখন থেকে প্রতিদিন রাতে এ অভিযান চালানো হবে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৫ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur