Home / চাঁদপুর / কিশোর গ্যাং : চাঁদপুরে ৯৯৯ এ ফোন করে রক্ষা পেলো এসএসসি পরিক্ষার্থী
Model-Thana
চাঁদপুর সদর মডেল থানা (ফাইল ছবি)

কিশোর গ্যাং : চাঁদপুরে ৯৯৯ এ ফোন করে রক্ষা পেলো এসএসসি পরিক্ষার্থী

চাঁদপুর শহ‌রের এসএস‌সি পরিক্ষার্থী পা‌র‌ভেজ পাপ্পুর (১৬) উপর হামলার ঘটনা ঘ‌টে‌ছে। শহ‌রের রেলও‌য়ে আক্কাস আলী একা‌ডেমী পরীক্ষা কেন্দ্র ত্যাগ করার সম‌য়ে সংঘবদ্ধ কি‌শোর গ্যাংয়ের ১০/১২ জনের এক‌টি দল হত্যার উ‌দ্দে‌শ্যে তা‌কে অ‌টো‌বাইকে উ‌ঠি‌য়ে মা‌ঝি বা‌ড়ি এলাকায় নি‌য়ে হামলা চা‌লি‌য়ে গুরুতর আহত ক‌রার অভিযোগ পাওয়া গেছে।

পৌর ৯নং ওয়া‌র্ডের মা‌ঝি বা‌ড়ি সংলগ্ন তিনআনি নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় আহত পরীক্ষার্থী‌কে উদ্ধার ক‌রে চাঁদপুর সরকারি জেনারেল নি‌য়ে যাওয়া হয়।

ঘটনাস্থাল থে‌কে আবুল দেওয়ান নামের একজন ৯৯৯ এ ফোন ক‌রে পু‌লিশ‌কে অবগত ক‌রলে চাঁদপুর ম‌ডেল থানার ও‌সি মো. না‌সিম উ‌দ্দিনের নেতৃ‌ত্বে পু‌লিশ গি‌য়ে কি‌শোর গ্যাং‌য়ের ১১জনকে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়।

এ বিষ‌য়ে ম‌ডেল থানার ও‌সি মোঃ না‌সিম উ‌দ্দিন জানায়, আহত পার‌ভেজ পাপ্পু সদর উপ‌জেলার ১০নং লক্ষ্মীপুর ম‌ডেল ইউ‌নিয়‌নের বহ‌রিয়া গ্রা‌মের ব্যাবসায়ী বেলাল হো‌সেন বাবুর ছে‌লে। সে বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থে‌কে ব্যবসা‌ শিক্ষা বিভাগে থে‌কে এ বছর এসএস‌সি পরীক্ষায় অংশ গ্রহণ ক‌রছে।

আহত পাপ্পুর মা ফা‌তেমা বেগম জানায়, ‘ছে‌লে পরিক্ষা কেন্দ্র থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে হত্যার উ‌দ্দে‌শ্যে তা‌কে নদীর পা‌ড়ে উ‌ঠি‌য়ে নি‌য়ে যায়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পু‌লিশ উদ্ধার ক‌রে হাসপতা‌লে নি‌য়ে আসে।’

প্রত্যক্ষদর্শী আবুল দেওয়ান জানায়, এক‌টি ছে‌লে‌কে অ‌নেকগু‌লো ছে‌লে‌কে মারধর করতে দে‌খে আমিসহ ক‌য়েকজন এ‌গি‌য়ে যাই। আমরা যে‌তে যেতে ছে‌লে‌টি‌কে ১০ থে‌কে ১২ জন কি‌শোর বেধড়ক মারধর ক‌রে গুরুতর আহত করে ফেলে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাই।

এ বিষয়ে বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন, তদন্ত মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। অভিযুক্ত কিশোরদের ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে এবং সকলে পরিক্ষার্থী হওয়ায় তাদের নাম ও ছবি প্রকাশ করতে আগ্রহী হয়নি পুলিশ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২৩ ফেব্রুয়ারি ২০২০