Home / চাঁদপুর / চাঁদপুরে এক দিনেই ১০ ভবনে চুরি, বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য
কিশোর গ্যাংয়ের

চাঁদপুরে এক দিনেই ১০ ভবনে চুরি, বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

চাঁদপুর শহরে হঠাৎ করেই বেড়েছে চুরির প্রবণতা। এক দিনেই শহরের বিভিন্ন স্থানে প্রায় ১০টি ভবনে চুরির ঘটনা ঘটেছে। একই সাথে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। সংশ্লিষ্টদের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই অপরাধ বাড়ছে। আর আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, অলস সময়সহ বিভিন্ন অপরাধ বাড়ার কারনে অবৈধ পন্থায় জড়াচ্ছে সাধারণ মানুষ।

এদিকে জেলায় শুধু বাসাবাড়িতে চুরি হয় এমটি নয়, মোটরসাইকেল চুরি ঘটনাও লক্ষ করা যায়। শুক্রবার চাঁদপুর শহরের নাজিরপাড়া ও মাদ্রাসা রোডের ৩ ভবনে একই সময়ে চুরির ঘটনা ঘটে। এতে চোরচক্র টাকা ও স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়।

নাজিরপাড়া এলাকার বাসিন্দা নান্টু দেওয়ান বলেন, বিকেলে প্রত্যেকটি ভবনে চুরি হয়েছে। দিনের বেলায় যদি আমরা নিরাপদ না থাকতে পারি, তাহলে অন্য সময়ে কি ঘটবে বুঝতে পারিছনা। নাজিরপাড়া দেওয়ান বাড়ির আমাদের ভবনের ২য় তলায় আমার ছোট ভাইয়ের ফ্লাটে চোরচক্র ঢুকে ৭ লাখ ২০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়া একইদিন একই সময়ে নাজিরপাড়ার তফুরা ভবনের ২য় তলায় ও মাদ্রাসা রোডের একটি ভবনে চুরি হয়। পত্যেকটি চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, প্রথমে বলবো সকলকে আগে সচেতন হতে হবে। বাড়ি কোন ভাবেই খালি রাখা যাবে না। যারা এই চুরির সাথে জড়িত, তারা প্রত্যকেই স্থানীয় সিন্ডিকেট। চোরচক্র আগে থেকেই নজর রাখছিলো যারা চুরির সাথে জড়িত তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে।

কিশোর গ্যাং সহ স্থানীয় চক্র এসব কাজে জড়িত থাকতে পারে। আমরা ইতোমধ্যে নজরদারি শুরু করেছি। চোরচক্রের বিরদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,৭ মার্চ ২০২১