Home / জাতীয় / চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
বাংলাদেশের
ফাইল ছবি

চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার (৮অক্টোবর) চার দিনের সফরে কিশোরগঞ্জ যাবেন। সেখানে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রোববার দুপুর দুইটার দিকে রাষ্ট্রপতিকে নিয়ে একটি হেলিকপ্টার ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ৩টায় মিঠামাইন উপজেলার আবদুল হামিদ মিলনায়তনে রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

কিশোরগঞ্জে তার চার দিনের সফরকালে তিনি বাজিতপুর কলেজ, কটিয়াদী পাইলট মডেল হাই স্কুল ও জেলার কিশারগঞ্জ সার্কিট হাউসে কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন। রাষ্ট্রপতি বুধবার বিকেলে ঢাকায় ফিরে আসবেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ এএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ

Leave a Reply