Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে দুদিনে কিশোর গ্যাংসহ আটক ২৫
কিশোর গ্যাং

মতলব দক্ষিণে দুদিনে কিশোর গ্যাংসহ আটক ২৫

চাঁদপুরে পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন থানার ন্যায় মতলব দক্ষিণ থানায়ও কিশোর গ্যাংসহ অপরাধ নির্মুলে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নেতৃত্বে থানার এস আই ও এএসআইবৃন্দ দুইদিনে (৯ ও ১০ মার্চ) অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ২৫ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিশেষ অভিযান পরিচালনাকালে মতলব দক্ষিণ থানায় এসআই মোঃ বাছির আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর- ২৬২/১৮ (মতলব দক্ষিণ) এর সাজাপ্রাপ্ত আসামি ১। মোঃ আব্দুল খালেক, পিতা- মোঃ জোহর আলী, এএসআই/মোঃ ছগির হোসেন ফোর্সের সহায়তায় জিআর-১৪৩/১৯ এর আসাসি মোঃ মোস্তফা কামাল, পিতা- মোঃ সিরাজুল ইসলাম এবং এসআই/মোঃ মুহিউদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৫০/১৮ এর আসামি মোঃ সেলিম প্রধান, পিতা- রহমত আলী, চাঁদপুর ও মতলব দক্ষিণ থানার মামলা নং-০৬, তাং-০৮/০৩/২১।

কিশোর গ্যাং

ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামী মোঃ শাহাদাত বকাউল (৪২), পিতা- মৃত- বাচ্চু মিয়া, মাতা- নাসিমা বেগম স্থায়ী : গ্রাম- পৈলপাড়া , উপজেলা/থানা- মতলব দক্ষিণ, চাঁদপুর এর দখল হইতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মতলব দক্ষিণ থানার মামলা নং-০৫, তাং-০৮/০৩/২১।

১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় আসামী মোঃ শাহআলম (৪৮), পিতা- মৃত- জুলহাস মিয়া স্থায়ী : গ্রাম- চর শিলন্দি, গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এদিকে ১০ মার্চ সন্ধ্যায় মতলব পৌরসভা এলাকার বেশ কয়েকটি চিহ্নিত স্পটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন,মতলব দক্ষিণ থানা এলাকা অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সী স্কুলে পড়ুয়া কিশোরা এখন সংঘবদ্ধ হয়ে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাই ওইসব অপরাধ থেকে বাঁচানোর জন্য সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ অভিযান চলছে।

আটক হওয়া কিশোরদের অভিভাবকদের থানায় এনে মোচলেকার মাধ্যমে কিশোরদেরকে অভিভাবকদের নিকট দেয়া হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১১ মার্চ ২০২১