জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ জুলাই বুধবার চাঁদপুর প্রেসক্লাব মাঠে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।
জেলা সভাপতি ওমর ফারুকের সভাপ্রধানে সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বাছেত, সাধারণ সম্পাদক জায়েদুর রহমান জহির।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য শেখ মো: হারুনুর রশিদ, সাবেক সভাপতি গোলাম হোসেন টিটো, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি একেএম ফজলুল হক সেলিম, সদস্য সোহরাব হোসেন, হাইমচর উপজেলা সদস্য হাফেজুর রহমান, হাবিবুর রহমান, হাজিগঞ্জ উপজেলা সহ-সভাপতি আবুল ফারাহ মজুমদার, সদস্য মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: বিল্লাল হোসেন, ওয়াইডব্লিউসির প্রধান শিক্ষক কবিতা সাহা, রেলওয়ে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মাহমুদা বেগম, নবারুন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ ইতু চক্রবর্তি, হক্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, শাহাদাত মাস্টার মডেল স্কুলের অধ্যক্ষ ফরিদগঞ্জ উপজেলা সদস্য ইসমাঈল হোসেন রুবেল প্রমুখ।
শতাধিক স্কুলের প্রধান ও দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি জানিয়ে বলেন, অবহেলিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রতি মানবিক সাহায্য হিসেবে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করুন। মানবেতর জীবন যাপনে ক্লান্ত শিক্ষক সমাজের প্রতি সহযোগিতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার ৩০% অবদান রাখা এ গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে।
বক্তারা চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ মাহমুদ জামান, পৌর মেয়র নাছির উদ্দিন ভূঁইয়া, শাহরাস্তি ও হাইমচর উপজেলা ইউএনও কে ধন্যবাদ জানান। আগামী দিনে সরকারের পক্ষ থেকে কিন্ডারগার্টেন স্কুল গুলোর পাশে দাঁড়াতে চাঁদপুরের মানুষ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির প্রতি আহবান জানান। এসময় শিক্ষকদের বক্তব্যে আবেগ তাড়িত হয়ে অনেক শিক্ষককে কান্নায় ভেংগে পড়তে দেখা গেছে।
চাঁদপুরে জেলা সভাপতি ওমর ফারুক বলেন, সরকার, প্রশাসন ও জননেতারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে কিন্ডারগার্টেন স্কুলগুলো ও অবহেলিত শিক্ষক সমাজ বেঁচে যাবে।
প্রেস বিজ্ঞপ্তি, ৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur