চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর উচ্চ বিদ্যালয়ের একমাত্র টিনসেট ভবনটি বৃহস্প্রতিবার আস্মমিক বৈশাখী ঝড়ে পড়ে যাওয়ার ঘটনায় শুক্রবার (১১ মে) ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
পরিদর্শনকালে তিনি পাথৈর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য সরকারি অর্থায়নে একটি একাডেমিক ভবন নির্মান ও বিদ্যালয়টি দ্রæত এমপিও ভূক্ত করনের প্রতিশ্রæতি দেন।
এসময় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটাওয়ারী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পাথৈর উচ্চ বিদ্যালয়ের একমাত্র টিনসেট ভবনটি গত বৃহস্প্রতিবার দুপুরে আস্মমিকভাবে শুরু প্রচন্ড বৈশাখী ঝড়ে পড়ে লন্ড-ভন্ড হয়ে যায়। এতে ওই বিদ্যালয়ের ১০-১৫ জন শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur