Home / চাঁদপুর / চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির ৫ম সভা
চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির ৫ম সভা

চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির ৫ম সভা

চাঁদপুর প্রেসক্লাব ২০১৬ সালের কার্যকরী কমিটির ৫ম সভা শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব ভবনের ৩য় তলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যকরী পরিষদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। সভায় প্রেসক্লাবের সাধারণ পরিষদে নতুন ২জন সদস্য অন্তর্ভুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক সোহেল রুশদীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।

এছাড়া প্রেসক্লাবের বিগত দিনের পালিত কর্মসূচি অবহিত করা, ২০১৭ সালের নতুন কার্যকরি কমিটি গঠনকল্পে সমঝোতা কমিটিকে অনুরোধ জানানো, প্রেসক্লাবের ৩য় তলায় আধুনিক অডিটোরিয়াম ও উন্নয়ন কাজ সম্পর্কে অবহিতকরণ, প্রেসক্লাবের অভ্যন্তরীণ বাৎসরিক আয়-ব্যয় হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন এবং প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ বিষয়ে আলোচনা হয়।

সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোঃ মাকসুদুল আলম,গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী,কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, মুনির চৌধুরী ,লাইব্রেরি সম্পাদক শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

সভায় দৈনিক চাঁদপুর প্রবাহের মালিক, প্রকাশক মুদ্রাকর ও উপদেষ্টা সম্পাদক নিলুফা সরকার এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আঃ ওয়াদুদ বেপারী (রানা)কে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

তাদের আবেদনের প্রেক্ষিতে প্রেসক্লাবের সদস্য অন্তর্ভুক্ত সংক্রান্ত যাচাই বাছাই কমিটির সুপারিশের আলোকে গতকালের সভায় সর্বসম্মতভাবে তাদেরকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply