Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে সাড়ে ১২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
কারেন্ট জাল

মতলব উত্তরে সাড়ে ১২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় অভিযানে ৩ দোকান এবং ২ গোডাউন থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চাইজাল জব্দ করা হয়।

৪ আগস্ট বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুরে লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকার ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাইজাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার টাকা মাত্র।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিজস্ব প্রতিবেদক, ৪ আগস্ট ২০২১