Home / চাঁদপুর / চাঁদপুরে ৩০ হাজার মি. কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
কারেন্ট জাল

চাঁদপুরে ৩০ হাজার মি. কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের ফাইটার বোট জব্দ করেছে কোস্টগার্ড। ২ মার্চ মঙ্গলবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষীরচর গ্রামে অভিযান চালিয় এসব জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট আসাদুজ্জামান বলেন, টহল প্রদানকালে কোস্টগার্ড রাজরাজেশ্বর এলাকায় নদীতে মাছ ধরা অবস্থায় একটি বোট দেখতে পায়। পরে তাদের ধাওয়া করলে বোটটি রাজরাজেশ্বর চরে রেখে পালিয়ে যায়। এসময় আনুমানিক ২০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি কাঠের বোট আটক করে।

এরআগে আরও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। পরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ইঞ্জিনচালিত কাঠের বোট বিসিজি স্টেশন চাঁদপুরে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার এম আসাদুজ্জামান বলেন, জাটকা রক্ষায় আগামী দুইমাস এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর করেসপন্ডেট,৩ মার্চ ২০২১