চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০.৩০ মিনিট হতে দুপুর ১ টায় পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট হাইমচর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মঞ্জুর এর নেতৃত্বে চাঁদপুর সদরের পুরান বাজার সংলগ্ন ট্যাংক পট্টি গুদাম ঘরের গোলিতে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নতুন কারেন্ট জাল বাজারজাত করার সময় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১৫ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে কারেন্ট জাল সমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় কারেন্ট জাল বাজারজাত করণের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নিমিত্তে কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে।
স্টাফ করেসপন্ডেট,৩০ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur