Home / চাঁদপুর / ‘কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না’
কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না

‘কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না’

স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যাসমেন্ট প্রজেক্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সরকার, কানাডা ও বিশ্ব ব্যাংক অর্থায়নে কারিগরি শিক্ষা বিষয়ক সাংষ্কৃতিক অনুষ্ঠান শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, কারিগরি শিক্ষা শিক্ষিত ব্যক্তি বেকার থাকে না। তারা কর্মসংস্থানে সুযোগ পাওয়া যায়। ২০২১ ভিশন বাস্তবায়ন করতে কারিগরি শিক্ষা শিক্ষিত যুবক বিশেষ অবদান রাখবে। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর হয় কর্মসংস্থার সুযোগ মিলে। বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের কর্মসংস্থানের আলোয় আলোকিত হবে।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও রংপুর শ্যাডো থিয়েটারের পরিচালক সারোয়ার জামিল খন্দকার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, কুমিল্লা অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার স্টেপ জাহাঙ্গীর হোসেন, সিসিআই পলি টেকনিক ইন্সটিটিউটের অধ্যাপক মোঃ শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে সাংষ্কৃতিক অঙ্গনের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে শিল্পীবৃন্দ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

: আপডেট ২:০০ এএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার

ডিএইচ