Home / উপজেলা সংবাদ / কচুয়া / কামরাঙ্গীরচর থানার ওসি হলেন কচুয়ার সন্তান মোস্তফা আনোয়ার
থানার

কামরাঙ্গীরচর থানার ওসি হলেন কচুয়ার সন্তান মোস্তফা আনোয়ার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন, চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান মোহাম্মদ মোস্তফা আনোয়ার। এর আগে তিনি একই থানায় ওসি তদন্ত হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করে এ অঞ্চলের সাধারণ মানুষের মন জয় করেছেন।

তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো: আব্দুল মতীন এর সুযোগ্য সন্তান ।

জানা গেছে, কচুয়ার কৃতিসন্তান ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ার ২০০৫ সালে লক্ষীপুর জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ডিএমপিতে পুলিশ পরিদর্শক (ডিবি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ চলতি বছরের ২২ ফেব্রুয়াার পদোন্নতি পেয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়াবাসীসহ ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ ফেব্রুয়ারি ২০২৩