মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন বাইতুল্লাহ তথা কাবা শরিফ। প্রত্যেক বছর হজের সময় অর্থাৎ ৯ জিলহজ ঐতিহাসিক আরাফার দিন এ গিলাফ (কিসওয়া) পরিবর্তন করা হয়। এ দিন দুই মসজিদে খাদেম সৌদির বাদশাহ বাইতুল্লাহর এ কার্যক্রম নিজে থেকে উদ্বোধন করেন।
তিনি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করেন। সেখানে নিজ রুমাল দিয়ে বাইতুল্লাহ পরিষ্কারে অংশ নেন। বাইতুল্লায় সংরক্ষিত পুরানো ছবি দেখেন এবং নামাজ পড়ে দোয়া করেন।
আজ ৯ জিলহজ সকাল ১০ টায় শুরু হয়েছে বাইতুল্লাহর গিলাফ পরিবর্তন কার্যক্রম। যা সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। গিলাফ পরিবর্তনের ছবি পরে দেয়া হবে। এখন পাঠকদের জন্য লিংকটি দিয়ে দেয়া হলো-(জাগোনিউজ)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৪:১৫ পিএম,১১ সেপ্টেম্বন ২০১৬ রোববার
এইউ