Home / ইসলাম / ঐতিহাসিক আরাফা ময়দানের লাইভ দেখুন
হজের মূল কার্যক্রম ঐতিহাসিক আরাফা ময়দানের লাইভ দেখুন

ঐতিহাসিক আরাফা ময়দানের লাইভ দেখুন

আজ পবিত্র হজ। হজের মূল কার্যক্রম আরাফার ময়দানে বিশ্ব মুসলিম মহাসম্মিলনে উপস্থিত হওয়া। আজ সকাল থেকেই সারা বিশ্ব থেকে আগত লাখ লাখ হজযাত্রী ফজরের পূর্ব থেকেই আরাফার উদ্দেশ্যে রওনা দেয়া শুরু করেন।

যাদের অনেকেই ফজর নামাজ আদায় করেছেন মসজিদে নামিরায়। সাত লাখ লোক ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদ হলো ‘মসজিদে নামিরা’।

এ মসজিদ থেকেই হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন নতুন নির্বাচিত খতিব মুফতি ড. সালেহ বিন হুমাইদ। সকল হজ পালনকারী হজের খুতবা শ্রবণের অপেক্ষায়। হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফা ময়দান।

আজ সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় ৩টা) জোহরের আজানের পর ঐতিহাসিক আরাফার খুতবা শুরু হবে।

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৪:৪৪ পিএম,১১ সেপ্টেম্বন ২০১৬ রোববার
এইউ


হজে অংশগ্রহণকারী প্রত্যেক হাজিকে আল্লাহ তাআলা সুষ্ঠু ‍ও সুন্দরভাবে হজের কার্যক্রমগুলো সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply