রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইসগেটের আংশিক খুলে দেয়া হয়েছে। বৃষ্টির কারণে ঝুঁকির আশঙ্কায় এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম।
তিনি শুক্রবার (১৬ জুন ) সন্ধ্যা থেকেই কাপ্তাই বাঁধের ১৬টি দরজা খুলে দেয়া হয় । বাঁধের একেক একটি দরজা ১৮ ইঞ্চি লম্বা। প্রতিটি ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।
ভারী বর্ষণে কাপ্তাই লেকের পানি বেড়ে গেছে। পুরোনো এ লেকে বেশি পানি হলে ঝুঁকি রয়েছে। এ কারণে দরজাগুলো খোলা হয়েছে। লেকের পানি এ দরজা দিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪:১৫ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
এজি