Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / কাউন্সিলর যখন নৌকার কারিগর
কাউন্সিলর যখন নৌকার কারিগর

কাউন্সিলর যখন নৌকার কারিগর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র নির্দেশে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আ.সালাম খান (সালামত) এর উদ্যোগে নৌকা প্রতীক তোরণ নির্মাণ করেন।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে এ তোরণ নির্মাণ করা হয়। এ নৌকা তৈরির কারিগর যখন স্বয়ং কাউন্সিলর আ. সালাম খান। রোববার (২০আগস্ট) ছেংগারচর বাজার দর্জি বাজারে স্টীলের বডির তৈরি বড় আকারের আকর্ষণীয় নৌকা তৈরির কাজে তাকে ব্যস্ত থাকতে দেখা যায়। ক্যামেরার সামনে তাকে বেশ হাস্যোজ্জল ও উৎফল্ল দেখাচ্ছিল।

সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘ এ নৌকা হলো জাতির জনক বঙ্গবন্ধুর। নৌকা হলো স্বাধীনতার প্রতীক ও দেশের উন্নয়নের প্রতীক। নৌকা প্রতীকে দেশের মানুষ ভোট দিয়ে মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহসাড়কে অব্স্থান করছে।আর মতলবে আমাদের আধুনিক মতলবের রূপকার ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় মতলবে অভূতপূর্ব ও স্মরণকালের উন্নয়ন হয়েছে।’

কাউন্সিলর আ.সালাম খান আরো বলেন, ‘দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে দেশ ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তেমনি আমাদের প্রিয় মন্ত্রী আধুনিক মতলবের রূপকার ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি শেখ হাসিনার নেতৃত্বে ভালোবাসা দিয়ে মতলবের মানুষের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক উন্নয়ন ও স্থিতিশীতলা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।’

ছেংগারচর পৌরসভার কাউন্সিলর আ.সালম খান আরো বলেন, ‘ত্রাণমন্ত্রীর নির্দেশে আমি এ নৌকা তোরণ নির্মাণ করেছি। দেশের উন্নয়নের প্রতীক একমাত্র নৌকা। তাই নৌকার শ্লোগান ঘরে ঘরে পৌঁছে দিতে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি এ নির্দেশ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার প্রতীক নৌকা নিজে তৈরির কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

বর্তমান সরকারের আমলে মতলব উত্তরে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য তিনি আহবান জানান।

তিনি আরো বলেন,‘শেখ হাসিনার সরকার দুঃখী মানুষের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। বয়স্কভাতা,বিধবাভাতা,মাতৃকালীন ভাতা, ৪০দিনের কর্মসূচি,টিআর, কাবিখাসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে।’

প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৪:৪০ পিএম,২১ আগ্ ২০১৭
এজি

Leave a Reply