Home / কৃষি ও গবাদি / চাঁদপুর সদরের কল্যাণপুরে উচ্ছেদ অভিযান
চাঁদপুর সদরের কল্যাণপুরে উচ্ছেদ অভিযান

চাঁদপুর সদরের কল্যাণপুরে উচ্ছেদ অভিযান

চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কালিভাংতি এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

কল্যাণপুর ইউনিয়নের দাসদী ও আমানুল্লাপুর মৌজার খাল ও রাস্তার উপর অবৈধ ভাবে পাকা দোকান নির্মাণ করেন ওই এলাকার রশিদ খান, হযতর আলী ছৈয়াল, আঃ মান্নান খান, আ. রশিদ গাজী, লিটন খানসহ বেশ কয়েক জন।

এ খবর এলাকার মানুষ কল্যাণপুর ভূমি অফিসকে অবগত করলে শুক্রবার এ উচ্ছেদ অভিযান হয়।

এর আগে কল্যাণপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকতা এস এম এ রাজ্জাক সরজমিনে গিয়ে তাদেরকে দোকান উত্তোলন বন্ধ রাখার জন্য বলে আসে। কিন্তু তারা ভূমি অফিসের কর্মকর্তাকে তোয়াক্কা না করে আরসিসিভাবে পাকা দোকান উত্তোলন করেন।

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা এস এম এ রাজ্জাক বলেন, দাসদী ও আমানুল্লাপুর এলাকার অবৈধভাবে কোনো প্রকার অনুমতি না নিয়ে খালের উপর পাকাঁ দোকান নির্মাণ করে একটি অসাধু চক্র। সে কাজ বন্ধ রাখার জন্য তাদের নোটিশ করা হয়েছে। সে নোটিশের প্রেক্ষিতে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মাজহারুল ইসলাম অনিক[/author] : আপডেট ২:০০ এএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ