Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব সরকারি ডিগ্রি কলেজে মাতৃভাষা দিবস উদযাপিত
matlob s

মতলব সরকারি ডিগ্রি কলেজে মাতৃভাষা দিবস উদযাপিত

মতলব সরকারি কলেজের উদ্যোগে সোমবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে কলেজের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন (অর্ধ-নমিত),আলোচনা সভা ও একুশের চেতানঋদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কলেজের শিক্ষক মিলনায়তনে আজ বেলা সাড়ে ১১টায় ভাষা শহিদদের স্মরণে এক বিশ্লেষণধর্মী আলোচনা সভা অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক পরিষদের নব-নির্বাচিত সম্পাদক অধ্যাপক মো.মোশারেফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় কলেজের অধ্যাপক মো.আবুল কালাম আল-আজাদ,অধ্যাপক মু.জাকির হোসেন,অধ্যাপক জি.এম.হাবিব খান,অধ্যাপক তৌহিদুল আলম,অধ্যাপক শাহানাজ পারভীন, অধ্যাপক মুহাম্মদ জাকির হোসাইন ও কৃপা রাণীপাল বক্তৃতা করেন।

এতে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম মিজি,পরে অধ্যাপক উম্মে সালমা’র সঞ্চালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আবদুল গনি
২২ ফেব্রুয়ারি ২০২২