Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে রাতের আঁধারে কলাগাছ কেটে বিনষ্ট
কলাগাছ

শাহরাস্তিতে রাতের আঁধারে কলাগাছ কেটে বিনষ্ট

চাঁদপুরের শাহরাস্তিতে সমন্বিত বহুমুখী খামারে রাতের আঁধারে কলাগাছ ও ফল কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।২৫ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের মৃতঃ আঃ জাব্বারের পুত্র কুয়েত প্রবাসী হাজী মোঃ নূরুজ্জামান তাঁর ব্যক্তিগত ৯ একর জায়গায় বিসমিল্লাহ বহুমুখী মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতরের পাশাপাশি বিভিন্ন ফলজ এবং বনজ গাছ-গাছালি রোপণ করেন।

বুধবার সকালে খামারের পাশের জমির মালিক মোঃ আঃ মমিন গিয়ে দেখেন দুর্বৃত্তরা ৮/১০ টি কলাগাছ ও কলার ছড়া কেটে নষ্ট করে রেখেছে।

খামারে কর্মরত মোঃ সবুজ মিয়া জানান, গত ২২ তারিখ বিকেলে ওই গ্রামের নোয়াপাড়া গ্রামের মোঃ জসিম (৩৫), মোঃ হৃদয় (১৮),মোঃ ইয়াসিন (১৮) ও মোঃ রিফাত (১৮) খামারে এসে গালমন্দ করে ও মারধরের হুমকি দিয়ে গেছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে পুকুরের মাছ চুরি, ফল ফলাদি চুরি ও গাছ নষ্টের ঘটনায় এলাকায় সালিশ দরবার হয়েছে।

হাজী মোঃ নূরুজ্জামানের পুত্র মোঃ আসাদুজ্জামান জানান, খামারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন সময় লোকজন এসে গাছপালা নষ্ট করছে ও মাছ ধরে নিয়ে যাচ্ছে। ৪/৫ দিন আগে থানায় অভিযোগ করার পর রাতের আঁধারে এসে কলাগাছগুলো কেটে দিয়েছে। খামারের পাশাপাশি এখানে কর্মরতদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

শাহরাস্তি প্রতিনিধি