শাহরাস্তিতে ৪৫ টি নমুনার বিপরীতে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শতকরা ৬৪ ভাগ। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ শ’ ৪৫ জন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১৫ জুলাই করোনার র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৫ টি নমুনার বিপরীতে ২৯ জনের করোনা পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ২ শ’ ৯০ জন ও র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ২ শ’ ৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সুস্থ্য হয়েছেন ৪ শ’ ২৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ শ’৪০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৬ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur