Home / চাঁদপুর / চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা আক্রান্ত
করোনা
আব্দুর রশীদ

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা আক্রান্ত

মানুষকে সচেতন করা এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার করোনায় আক্রান্ত হলেন,চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ।

বর্তমানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বৈশ্বিক মহামারী করোনায় স্বাস্থ্য মন্তণালয়ের ঘোষিত স্বাস্থ্য নীতিমালা মেনে চলার আহবান জানিয়ে চাঁদপুর সদর উপজেলার জনগণকে সচেতন করতে সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ। তিনি লকডাউন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

গত কয়েকদিন আগে দায়িত্ব পালনে অফিসে থাকাবস্থায় শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শে করোনা নমুনা টেস্ট করান তিনি। পরে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

তাৎক্ষণিক তিনি বিষয়টি চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের প্রধান পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে অবহিত করেন। পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকাস্হ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ জুলাই ২০২১