Home / চাঁদপুর / চাঁদপুরে একদিনে ১১ জনের করোনা শনাক্ত
corona-test
ফাইল ছবি

চাঁদপুরে একদিনে ১১ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে করেনা ল্যাব থেকে ১০৬ নমুনার মধ্যে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৮১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯০জন। সুস্থ হয়েছেন ২৭৮১জন। বর্তমানে চিকিৎসাধীন ১১০জন।

নতুন করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর ৩,হাজীগঞ্জে ১,মতলব দক্ষিণে ১ ও মতলব উত্তরের ৬ জন রয়েছেন। একই দিনে ৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শাহরাস্তির ৩জন ও হাজীগঞ্জের ১জন।

২৩ মার্চ মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৮১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩০৫জন, ফরিদগঞ্জে ৩২৩জন, মতলব দক্ষিণে ৩১৩জন, শাহরাস্তিতে ২৬৯জন, হাজীগঞ্জে ২৬১জন, মতলব উত্তরে ২২৩জন, হাইমচরে ১৭৭জন ও কচুয়ায় ১১০জন।

করোনায় জেলায় মোট ৯০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৯জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।

চাঁদপুর করেসপন্ডেট,২৪ মার্চ ২০২১