Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮৪১
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮৪১

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৬৮টি রিপোর্টের মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৪১জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৯৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৭জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছে। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৪১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৩৫জন, ফরিদগঞ্জে ৩১৩জন, মতলব দক্ষিণে ৩০৪জন, শাহরাস্তিতে ২৫৮জন, হাজীগঞ্জে ২৪২জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৪জন ও কচুয়ায় ১০৫জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

চাঁদপুর করেসপন্ডেট,২৮ ফেব্রুয়ারি ২০২১