Home / জাতীয় / দেশের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.২৬ শতাংশ
corona

দেশের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.২৬ শতাংশ

দেশে গত একদিনে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৬৮ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে আরও তিন হাজার ১১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মোট ৬৩টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ১৭ হাজার ৩৪৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১১৪ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে।পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.২৬ শতাংশ।

এছাড়া আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৬৮ জনের। সর্বশেষ মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ১১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে।শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াললো ৬৮ হাজার ৪৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৫১ শতাংশ। বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

বার্তা কক্ষ, ৩ জুলাই ২০২০