করোনা ভাইরাসের প্রকোপে বিপাকে পড়েছে মতলব দক্ষিণ উপজেলার পত্রিকা বিলিকারকরা। উপজেলায় জাতীয় ও স্থানীয় পত্রিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় রুজি রোজগার বন্ধ রয়েছে তাদের।
জানা যায়, করোনা ভাইরাস প্রকোপের কারণে দেশব্যাপী যানবাহন চলাচল বন্ধ হওয়ার আগেই অনিয়মিত হয়ে যায় উপজেলা পত্রিকা আসা। এদিকে চাঁদপুর জেলা থেকে প্রকাশিত সকল পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেলে পত্রিকা শূণ্য হয়ে পড়ে মতলব দক্ষিণ উপজেলা।
উপজেলার পত্রিকার এজেন্ট দোলোয়ার হোসেন বলেন, মতলব বাজারে বিভিন্ন শ্রেণির মানুষ পত্রিকা সংগ্রহ করে। কিন্তু করোনার কারণে জাতীয় পত্রিকা এনেও বিক্রি করতে পারছি না। এছাড়া চাঁদপুরের সকল পত্রিকা বন্ধ রয়েছে। এই অবস্থায় সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।
পত্রিকা বিলিকারক রফিক, জয় ঘোষ বলেন, আমরা জাতীয় ও স্থানীয় পত্রিকা বিলি করে সংসার চালাই। কিন্তু গত কয়েক দিন ধরে সকল পত্রিকা বন্ধ থাকায় রোজগার নেই, তাই অলস সময় পার করছি। সংসার কিভাবে চালাবো তা নিয়ে চিন্তায় আছি। কেউ আমাদের কোনো সহায়তা দেয়নি।
পত্রিকা বিলিকারদের বিষয়ে মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, আমরা আমাদের স্বাধ্যমত তাদের সহায়তার ব্যবস্থা করেছি। এই বিষয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে মতলব দক্ষিণ উপজেলায় ঘটে যাওয়া সংবাদ সংগ্রহের কাজে সক্রিয় রয়েছে সংবাদকর্মীরা। নিজেকে সুরক্ষিত রেখে সংবাদ সংগ্রহের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তাঁরা।
জানা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশনা মতলববাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছে মতলব প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মীরা। এছাড়া গণসচেতনতায় মতলব প্রেসক্লাব বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচী পালন করে যাচ্ছে। সেই সাথে উপজেলার সকল সংবাদকর্মীরা যেন সুরক্ষিত থেকে সংবাদ সংগ্রহের কাজ করার বিষয়টি নিয়মিত মনিটরিং করছে মতলব প্রেসক্লাব।
এই নিয়ে মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন বলেন, প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাথে বর্তমানে অনলাইনে সংবাদ প্রকাশ বেশ জনপ্রিয়। করোনা ভাইরাস বিস্তার রোধে সাধারণ মানুষ যেন সকল মাধ্যমেই সঠিক সংবাদ পেতে পারেন তার জন্য আমাদের সহকর্মীরা এই পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে। তবে সবার আগে নিজেদের সুরক্ষার বিষয়টি আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে বার বার মনে করিয়ে দেওয়া হচ্ছে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৩০ মার্চ ২০২০