Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক নিবে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন
Hajiganj

করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক নিবে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন

আপনি কি করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক হতে আগ্রহী? মানবতার সেবা করতে আগ্রহী?-প্রশ্ন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

তিনি বলছেন, করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে আগ্রহীদের ওয়ার্ডভিত্তিক, ইউনিয়নভিত্তিক এবং পৌরসভাভিত্তিক বেশকিছু স্বেচ্ছাসেবক রেসপন্স টিম গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।

আগ্রহীদের শর্তাবলি হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমভিত্তিক, স্বেচ্ছায় ঝুঁকি নিতে প্রস্তুত, তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালনে প্রস্তুত, প্রশাসনের নির্দেশনা মোতাবেক কাজ করতে প্রস্তুত, সামাজিক দায়িত্ব পালনে অঙ্গিকারাবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, যারা আগ্রহী তাদেরকে নিজ নাম, পিতার নাম, ঠিকানা, নিজ গ্রাম (বর্তমানে যেখানে বাস করছেন), ইউনিয়নের নাম, মোবাইল নম্বর প্রদান করতে হবে। এছাড়া জরুরি তথ্য প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।

স্পেশাল করেসপন্ডেট,২৪ মার্চ ২০২০