চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো ২ জন নারী-পুরুষ মারা গেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার খাটরা বিলওয়াই গ্রামের শাহজাহান সাজু (৬৫) ও রাত সাড়ে ৮টায় পৌর এলাকার দেররা পাটওয়ারী বাড়ীর লিপি আক্তার (২০) নামে এক গৃহবধু মারা যান।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, মৃত দু’জনের করোনাভাইরাস আছে কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
লিপি আক্তারের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির ৯ ঘন্টা পর রাতে সাড়ে ৮টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তিনি ধেররা পাটোয়ারী বাড়ীর ফারুক পাটোয়ারীর স্ত্রী। এ নিয়ে গত দুদিনে হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হলো।
শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur