চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২ জুলাই সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৬ দিনে উপজেলায় ১৮০ টি নমুনার বিপরীতে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৬০৯ জন করোনা আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১২ জুলাই ৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৭ জনের করোনা পজেটিভ আসে।
তিনি আরও জানান, গত ৬ দিনে ১৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিক ফলাফলে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুযায়ী শনাক্তের হার ৫৪ ভাগ। গড়ে প্রতিদিন ১৬ জনের বেশী করোনায় আক্রান্ত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, উপজেলায় করোনার উর্ধ্ব সংক্রমণ হচ্ছে। এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ২ শ’ ৮৫ জন ও র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ১৮০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৪০৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৩৭ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১৩ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur