ঢাকা কমার্স কলেজের শিক্ষক অধ্যাপক ড. শওকত ওসমান করোনায় সংক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহে… রাজেউন)।
আজ ৮ জুন সোমবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বড় মেয়ে ডা.ফিয়ানা একজন করোনাযোদ্ধা।
প্রয়াতের বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড.আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মরহুমের অসংখ্য শিক্ষার্থী এবং কমার্স কলেজের সহকর্মী ও আত্মীয় সুহৃদদের কাছে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
মাত্র পাঁচ মাস আগে গত ২ জানুয়ারি তাঁদের আরেক বোন সাবেক সংসদ সদস্য অ্যাড.ফজিলাতুন্নেসা বাপ্পি ইন্তেকাল করেন।
ঢাকা ব্যুরো চীফ,৮ জুন ২০২০